বিশ্বখ্যাত মাইক্রোসফট কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ছাত্র আরাফ আল জামি। খুব শিগগির তিনি মাইক্রোসফটের আয়ারল্যান্ড অফিসে যোগ দিবেন।
জামি লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র ছিল। ২০১৮ সালে সে ওই ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে স্নাতক সম্পন্ন করেন।
লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান রুমেল এম এস রহমান পীর জানান, জামি প্রোগ্রামিংয়ে খুবই দুর্দান্ত ছিল। ছাত্রজীবনে সে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় সাফল্য দেখিয়েছে। মাইক্রোসফটে চাকরির মাধ্যমে জামি তার মেধার মূল্যায়ন পেয়েছে।
এদিকে, জামির এই সাফল্যে শনিবার লিডিং ইউনিভার্সিটিতে তাকে সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলা প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর