সিলেটে চা বাগানের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের একটি চা বাগানের বাংলো সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, মনিরুল ইসলাম (৪১) নামের ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে চা বাগানের মধ্যে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত মনিরুল বিমানবন্দর থানাধীন নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে। তিনি একটি ওয়ার্কশপ চালাতেন।
বিমানবন্দর থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক