প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে সিলেটে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে এক ছাত্রলীগ নেতার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এমদাদুর রহমান নামের ওই যুবদল নেতাকে গত শনিবার রাতে গ্রেফতার করা হয়। আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমদাদুর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক। উপজেলার তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমেদ রেজা রুবেলের দায়ের করা মামলায় নিজ বাড়ি থেকে এমদাদকে গ্রেফতার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে গত ১৯ মে এমদাদুর রহমান তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। ২২ মে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কোম্পানীগঞ্জের বন্যাদুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ওই ত্রাণ বিতরণ নিয়েও এমদাদ ‘আক্রমণাত্মক ও মানহানিকর’ কয়েকটি স্ট্যাটাস দেন।
এসব ঘটনায় ছাত্রলীগ নেতা আহমেদ রেজা বাদী হয়ে ৩১ মে কোম্পানীগঞ্জ থানায় এমদাদুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় শনিবার রাতে এমদাদকে গ্রেফতার করে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে এমাদদুর রহমানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী।
বিডি প্রতিদিন/আবু জাফর