২৬ জুন, ২০২২ ২১:০৯

সিলেটে ত্রাণ নিয়ে বন্যা দুর্গতদের পাশে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে ত্রাণ নিয়ে বন্যা দুর্গতদের পাশে পুলিশ

সিলেটে ত্রাণ নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। সিলেটের বন্যা দুর্গতদের জন্য আইজিপি ড. বেনজির আহমদ বিপিএম’র পাঠানো ত্রাণ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে পুলিশ। 

রবিবার সিলেটের প্রত্যন্ত জকিগঞ্জ থানায় ৪শ’ পরিবারের মাঝে এই ত্রাণ পৌঁছে দেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও দুর্গত এলাকায় গিয়ে আইজিপি’র পাঠানো ত্রাণের প্যাকেটগুলো বন্যার্তদের হাতে তুলে দেন। 

এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন। 

এছাড়া রবিবার বিশ্বনাথ, গোয়াইনঘাট, কানাইঘাট, বালাগঞ্জ, জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জরা (ওসি) নিজ নিজ এলাকায় বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন। 

এ প্রসঙ্গে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, বন্যার শুরু থেকে দুর্গত এলাকার মানুষের পাশে পুলিশ আছে। পানিবন্দি অবস্থা থেকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা থেকে শুরু করে ত্রাণ পাঠানো পর্যন্ত সকল কাজে পুলিশ সহযোগিতা করে যাচ্ছে। দুঃসময় কাটিয়ে না ওঠা পর্যন্ত পুলিশ অসহায় মানুষদের পাশে থাকবে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর