কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে সহিংসতা ও নাশকতার ঘটনায় সিলেট মহানগর পুলিশের চার থানায় ১১টি মামলা দায়ের হয়েছে। এগুলোর মধ্যে ১১টিতে বাদী পুলিশ ও একটিতে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা। এসব মামলার এজহারনামীয় আসামী প্রায় আড়াইশ’। আর অজ্ঞাত আসামী করা হয়েছে প্রায় ১৭ হাজার জনকে। মামলার আসামিদের বেশিরভাগই বিএনপি ও জামায়াত এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
রবিবার সন্ধ্যা পর্যন্ত এসব মামলায় ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম