সিলেট নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ আহমদ সিফাত (৩৫) নগরীর কাজিটুলা উঁচাসড়ক এলাকার মৃত আজগর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চৌহাট্টা এলাকায় একটি প্রাইভেটকার মারুফ আহমদ সিফাতকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রাইভেটকারটি আটক করে ভাঙচুর করেন।
কোতোয়ালী থানার ওসি মঈন উদ্দিন শিপন জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে গেছে। গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত মারুফ আহমদ সিফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা রেকর্ড করা হবে।
বিডি প্রতিদিন/এএম