সিলেটে এখনও উদ্ধার হয়নি পুলিশের ছিনতাই হওয়া ৮ রাউন্ড গুলিসহ সেই অস্ত্র। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন আটজন।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় দুর্বৃত্তরা পুলিশের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা এএসআই বকুলকে বেধড়ক মারধর করে তার কাছ থেকে ৮ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়। পরে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় এএসআই বকুলকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার এসআই দেবাংশু পাল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/একেএ