ভারতে বসে পতিত সরকার প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে বিশাল শোডাউন করেছে মহানগর বিএনপি। রবিবার সকালে তারা নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে অস্থিশীল করতে গভীর ষড়যন্ত্র করছেন। দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি নেতাকর্মী ও দেশবাসী সজাগ রয়েছে। যারাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করার ষড়যন্ত্র করবে তাদেরকে কঠিন জবাব দেওয়া হবে। বাংলাদেশে এখন আর গণতন্ত্র ছাড়া ফ্যাসিবাদের কোন সুযোগ নেই।
তিনি বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের সকল কাঠামো ধ্বংস করেছে। তারা দেশকে একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল। তারা বিরোধীমতের নেতাকর্মীকে হত্যা, গুম করেছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে পতিত আওয়ামী সরকার।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিয়াউল হক জিয়া, সিদ্দিকুর রহমান পাপলু, আমির হোসেন, আব্দুল হাকিম, সাদিকুর রহমান সাদিক, আব্দুর রহিম মল্লিক, আফজল হোসেন, জাহাঙ্গীর আলম, একেএম তারেক কালাম, নজিবুর রহমান নজিব, শাহ নেওয়াজ চৌধুরী তারেক প্রমুখ।
সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ শেষে বিশাল মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।