চট্টগ্রাম মহানগরীর লালদীঘির পাড়, সিনেমা প্যালেস, আন্দরকিল্লাসহ আশপাশের এলাকার আশ্রয়হীন ভবঘুরে ও ভাসমান যৌনকর্মী মিলিয়ে ৩০ জনকে দেওয়া হয়েছে নতুন জীবন। ক্ষুদ্র ব্যবসা করতে প্রত্যেককে মূলধন হিসাবে দেওয়া হয়েছে ছয় হাজার টাকা করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহরলাল হাজারী এই উদ্যোগ নেন। সাজেদা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন নগরীর এনায়েতবাজারে শেল্টার হোমে তাদের থাকার জায়গা করে দিয়েছে।
জহরলাল হাজারী বলেন, ‘আন্দরকিল্লা ওয়ার্ডের লালদীঘি, কেসিদে রোড, সিনেমা প্যালেস, জামে মসজিদ এলাকায় প্রচুর ভাসমান নারীপুরুষ আছে। এর মধ্যে কেউ ভিক্ষা করে, কেউ ফুটপাতে ঘুমায়। অনেক নারী অসামাজিক কাজ করে। তাদের পুনর্বাসনে একটি প্রকল্প হাতে নিয়েছি। সাজেদা ফাউন্ডেশন এই কাজে সহায়তা দিচ্ছে।’ তিনি বলেন, ‘এনায়েতবাজারে একটি শেল্টার হোমে ৩০ জনের থাকার ব্যবস্থা করেছি। ভাসমান নারীপুরুষেরা সেখানে গিয়ে গোসল করতে পারবেন, ঘুমাতে পারবেন। প্রত্যেকের জন্য আলাদা লকারের ব্যবস্থা করেছি। কোন নারীর শিশু সন্তান থাকলে তাদের পরিচর্যারও ব্যবস্থা আছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার