চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন ৩০ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে স্মার্টফোন বিতরণ করেছেন।
মঙ্গলবার দুপুরে চসিকের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে উন্নয়ন সংস্থা ইপসা’র সহযোগিতায় চসিক মেয়র দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রছাত্রীদের হাতে এ স্মার্টফোট তুলে দেন।
ইপসার ট্যোবাকো কন্ট্রোলার প্রজেক্টের কো-অর্ডিনেটর নাসিম বানু শ্যামলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তামাক বিরোধী মিডিয়া সেল আত্মার আহ্বায়ক আলমগীর সবুজ, সদস্য লতিফা আনসারী লুনা, ইপসার প্রোগ্রাম অফিসার উমর সাহেদ, ভাষ্কর ভট্টচার্য প্রমুখ।
এ স্মার্ট ফোনের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা একটি এ্যাপসের মাধ্যমে ফোন করা, ইন্টারনেট ব্যবহার, নেটে গুরুত্বপূর্ণ জার্নাল ও বই পুস্তক পড়তে পারবে। তাদের এ কার্যক্রমে কারিগরি সার্বিক সহযোগিতা করেছে ইপসা।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট ফোন বিতরণের এ কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। তাদের মাঝে স্মার্ট ফোন বিতরণের মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম আরো একধাপ এগিয়ে গেল। প্রত্যেক নাগরিকের সমসুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। কারণ দেশের প্রায় দেড় কোটি মানুষ প্রতিবন্ধী। এদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধিরাও চেষ্টা করলে অন্য স্বাভাবিক মানুষদের মত স্বাবলম্বি হয়ে দেশের উন্নয়নের স্রোতত ধারায় সামিল হতে পারে।
বিডিপ্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান