চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড় এলাকায় দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে মো. ইরফান (১৯) ও তাহসিন (২১) নামের দুই ছাত্র আহত হয়েছেন। তারা দেশের বাইরে পড়াশোনা করেন।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
রাত সাড়ে ৮টায় তিনি বলেন, কিছু উচ্ছৃঙ্খল যুবক অতর্কিতভাবে উক্ত দুই ছাত্রকে ঘিরে ফেলে। প্রথমে ইরফানকে উরুতে এবং তাহসিনকে পেটে ছুরিকাঘাত করে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা যায়নি।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব