দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি (বোয়ালখালী-পটিয়া) মোহাম্মদ নজরুল ইসলাম দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। যে মানুষটি এতদিন ছুটেছিলেন সংবাদের পেছনে, এখন তিনি নিজেই সংবাদ। তাঁর বসবাস মৃত্যুশয্যায়। মৃত্যুকে জয় করে তিনি বাঁচতে চান। সবার একটু সহমর্মিতা-সহযোগিতা পেলে বেঁচে যাবেন নজরুল। আবারও তাঁর কলম-কাগজ ফিরে পাবেন। মানুষের কল্যাণে কাজ করবেন বীর মুক্তিযোদ্ধার এই সন্তান।
চিকিৎসকরা বলছেন, নজরুলের বেঁচে থাকার সব সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি। এরই মধ্যে কালের কণ্ঠের সহকর্মী সাংবাদিক-কর্মচারীসহ অনেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাঁর চিকিৎসার জন্য আরো কমপক্ষে ২০ লাখ টাকা প্রয়োজন। সমাজের বিত্তবানসহ সবাই এগিয়ে এলে বেঁচে যাবেন নজরুল।
জানা গেছে, বর্তমানে নজরুলের চিকিৎসা চলছে ঢাকার ডেল্টা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ লে. কর্নেল (অব.) ডা. এম এস সরোয়ার আলমের তত্ত্বাবধানে।
এর আগে তিনি ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন টানা তিন মাস। সেখানে চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ২৩ লাখ টাকা। এ জন্য তিনি বোয়ালখালীতে ২০ শতক জমিও বিক্রি করেছেন।
চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে নজরুলের পরিবার। তাঁকে সহযোগিতা করার ঠিকানা: ‘সঞ্চয়ী হিসাব নম্বর : ৪১২৯-১৬০২৯৫-৩০০, এবি ব্যাংক, বোয়ালখালী শাখা, চট্টগ্রাম। ফোন : ০১৭১৪০৯৩৮৭৫ ও ০১৮৩৫৬৭৩৪৮৮।’
বিডিপ্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান