চট্টগ্রাম নগরের চান্দগাঁয়ের কাপ্তাই রাস্তার মাথা এলাকার পল্টন বাড়িতে রান্নার চুলা থেকে আগুন লেগে মানসিক প্রতিবন্ধী নারী শামসুন্নাহারের (৩০) মৃত্যু হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। তাকে একটি ঘরে শিকলে বেঁধে রাখা হয়েছিল। শামসুন্নাহার ওই এলাকার মৃত আবদুস সামাদের মেয়ে। আগুনে চারটি কাঁচা ঘর পুড়ে যায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘রান্নার চুলা থেকে আগুন লাগে। এতে ঘরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় থাকা শামসুন্নাহার আগুনে দগ্ধ হয়ে মারা যান। পরে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার