চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার হারিকেন ফ্যাক্টরির সামনে খেলতে গিয়ে এক কিশোরের ধাক্কায় খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. রুবেল (১১) নামে আরেক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। রুবেল ওই এলাকার একটি কলোনির আবুল কালামের ছেলে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি আবুল কালাম বলেন, রুবেলসহ একই কলোনির চার কিশোর গলির ভেতরে সড়কের উপর নারকেলের ছোবড়া নিয়ে খেলছিল। সমবয়সী রনি খেলার ছলে রুবেলকে ধাক্কা দেয়। এতে রুবেল সড়কের পাশে একটি খুঁটিতে গিয়ে ধাক্কা খেয়ে কোমরে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, ঘটনার পর রুবেল ও রনির পরিবারের সদস্যরা থানায় আসেন। যেহেতু এটি ইচ্ছাকৃত কোন হত্যাকাণ্ড নয়, রুবেলের পরিবার মামলা দায়ের করতে ইচ্ছুক নন বলে আপোষের ভিত্তিতে অপমৃত্যু মামলা দায়ের হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার