দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক এক কর্মকর্তা ও তার স্ত্রী গ্রেফতার হয়েছেন। তারা হলেন, কাস্টমসের সাবেক উচ্চমান সহকারী রফিকুল ইসলাম পাটোয়ারি ও তার স্ত্রী শাহীন আক্তার। দীর্ঘ এক যুগ পর আজ নগরীর হালিশহর এলাকার বাসা থেকে তাদের গ্রেপ্তার করে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিকালে তাদেরকে কারাগারে পাঠানো আদেশ দেন বলে জানান দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন।
তিনি বলেন, ২০০৮ সালের অক্টোবর মাসে নগরীর হালিশহর থানায় রফিকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলী আকবর। মামলায় রফিকুলের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে ৮৮ লাখ ৯০ হাজার ৫৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। স্ত্রী শাহীনকে দুর্নীতির সহযোগী হিসেবে উল্লেখ করা হয় বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার