চট্টগ্রাম নগরীর কর্নেলহাটে আসবাবপত্রের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। শুক্রবার সকাল আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।একটি ফার্নিচার কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পরিচালক মো. জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, প্রায় ১৫-২০টি ফার্নিচারের দোকান ও কারখানা আগুনে পুড়ে গেছে।ফায়ার সার্ভিস ছাই চাপা আগুন নেভানোর কাজ করছে। একেকটি দোকানে একাধিক ব্যক্তির মালিকানা রয়েছে।তবে তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা