চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার পেছনের সড়কে রিকশা দাঁড় করিয়ে বিশ্রাম নেওয়ার সময় বাসের ধাক্কায় রিকশাচালক তসলিম মিয়া (৪৬) নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তসিলিম মিয়াদিনাজপুরের ঘোড়াঘাট দামপাড়া এলাকার আবদুল আজিজের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, তসলিম নিজের রিকশা রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন