চট্টগ্রাম নগরীর সিটি গেট-কর্নেল হাট এলাকায় ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকান পুড়ে যায়।
শুক্রবার সকাল সোয়া আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর আগ্রাবাদ, বন্দর, নন্দনকানন ও কুমিরা স্টেশনের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ফার্নিচারের দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লাগায় ক্ষতির পরিমাণ বেশি হয়ে যায়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, ‘কাট্টলীর কর্নেল হাট-সিটি গেট এলাকার ফার্নিচারের দোকান ও কারখানা আগুনে পুড়ে যায়। আগুনের সূত্রপাত হয়েছে একটি ফার্নিচার কারখানা থেকে। আগুনের লেলিহান শিখা থেকে দোকানের আসবাব সরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ে আসেন অনেকে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন