চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ধর্মীয় একটি মাহফিল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় নুর আলম (৭৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কিশোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম একই এলাকার রফিক আহমদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বরকত সালামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষ বাড়ি ফিরছিলেন নুর আলম। পথিমধ্যে একটি গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব