স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছেন ফাতেমা বেগম নামে এক গৃহবধূ। শনিবার দুপুরে নগরীর বায়েজীদ থানাধীন চক্রসো আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী।
চমেক মেডিকেল কলেজের পুলিশ কন্ট্রোল রুম জানায়, স্বামীর সাথে ঝগড়া করা সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফাতেমা। পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান