বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রদুত প্রীতিলতা ওয়াদ্দেদারের নাতনী শিপ্রাশ্রী ওয়াদ্দেদার এখন মৃত্যুর পথযাত্রী। মাত্র ১৫ লাখ টাকার অভাবে ভারতের সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এÐ রিসার্চ ইনস্টিটিউটে মৃত্যুর প্রহর গুনতে।
চিকিৎসকরা বলছেন তিনটি কেমোথেরাপি দিতে পারলেই শিক্ষিকা ও বিপ্লবী পরিবারের বংশধর বাঁচবে। তাকে বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ করেছেন তার পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা-
সৌরভ দাশগুপ্ত
ইস্টার্ন ব্যাংক
সঞ্চয়ী হিসাব ০০২১৪৩০০৫৩০০০
বিডি প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৮/ তাফসীর