চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার বিমান বন্দরের অবতরণ বেল্টের পাশের টয়লেট থেকে এ সোনা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ৫০টি স্বর্ণের বারের ওজন পাঁচ কেজি ৮৫০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৬০ লাখ টাকা। এ নিয়ে গত এক সপ্তার ব্যবধানে শাহ আমানত বিমান বন্দর থেকে ১১ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জাহান বলেন, বিমান বন্দরের টয়লেটে একটি হাই কমোডের পাশে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এসময় সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। তবে সোনার বারগুলো বাইরের কোনো দেশ থেকেই এসেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৮/ওয়াসিফ/আরাফাত