প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হওয়ায় এবং তার চট্টগ্রামে আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে ছাত্রলীগ। মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ চান্দগাঁও থানার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমনের সভাপতিত্বে এবং চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নবী আলম সাহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম শহিদুল কাওছার। এসময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, মহানগর যুবলীগ নেতা এস.এম জেড খসরু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক ফয়সাল বাপ্পি।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা তারেক ইকবাল চৌধুরী, যুবলীগ নেতা দিদারুল আলম দিদার, হেমায়াতুল ইসলাম মুন্না, নুরু উদ্দিন, তুষার সম্পদ, বিশ্বজিৎ সেন, আবু বক্কর, সানিমুন হুদা শামিম, মুহাইমিনুল ইসলাম শুভ, ইমরান হোসেন হৃদয়, যুবনেতা সাহাবদ্দিন, আব্দুর রহিম, সানি, ফরহাদ, জুয়েল, রুকন উদ্দিন, নাহিদ, রানা, সৌরভ, গালিব প্রমুখ।
বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে আমাদের দেশ উন্নীত হয়েছে উন্নয়নশীল দেশে। বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।’
বিডি প্রতিদিন/২০ মার্চ ২০১৮/এনায়েত করিম