চট্টগ্রামে ট্রাক থেকে বৈদ্যুতিক খুঁটি নামানোর সময় চাপা পড়ে পল্লী বিদ্যুতের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মো. জামাল (২৫)।
শুক্রবার সকালে হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জামাল নওগাঁ জেলার মান্দা থানার কলিম উদ্দিনের ছেলে। তিনি হাটহাজারী পল্লী বিদ্যুত-২ এর ফটিকা ইউনিটে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ট্রাক থেকে পল্লী বিদ্যুতের খুঁটি নামানোর সময় খুঁটির নিচে চাপা পড়েন জামাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন