চট্টগ্রামে পণ্যবাহী কাভার্ডভ্যানের চাপায় নুরুল আলম (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত নুরুল আলম ভোলা সদরের শিবপুর এলাকার আবদুল মোনাফের ছেলে।
শনিবার রাত পৌনে নয়টার দিকে নগরীর পতেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, মালামাল ওঠানামা করার সময় পণ্যবাহী কাভার্ডভ্যান চাপায় এক শ্রমিকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন