বোয়ালখালীর শ্রীপুর দাশ এলাকার ধোপা পাড়ায় আগুনে ৮টি বসতঘর পুড়ে গেছে। এতে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার দিনগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
খবর পেয়ে কালুরঘাট মোহরা ও বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি গাড়ি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার