বাংলাদেশ সরকারের স্টিকার লাগানো একটি পাজেরো জিপ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় মো. জসিম নামে এক জনকে আটক করা হয়েছে। আজ বিশেষ অভিযান চালিয়ে কর্ণফুলী থানার ফকিরনীরহাট এলাকা থেকে গাড়িটি আটক করে পুলিশ। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জসিমকে আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মো. মহসিন জানান, সরকারি স্টিকার লাগানো গাড়িতে করে কক্সবাজার থেকে একটি বড় ধরনের ইয়াবা চালান আসছে-এমন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী এলাকায় তল্লাশি জোরদার করে পুলিশ। গাড়িটি কক্সবাজার থেকে রওয়ানা দিয়ে চট্টগ্রাম নগরীতে আসার সময় পুলিশের অবস্থান বুঝতে পেরে আনোয়ারার দিকে চলে যাচ্ছিল। এসময় ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। পালানোর সময় ইয়াবা পাচারকারী জসিমকেও আটক করা হয়। সরকারি স্টিকার লাগানো গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক জসিমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। মাদক পাচারের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার