ফটিকছড়ি উপজেলার ভূজপুরে মুহাম্মদ হারুন (৪২) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। মিরের খিল আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন মিরেরখিল গ্রামের ফকিরহাট এলাকার মৃত মুহাম্মদ হোসেনের সন্তান। তিনি ভূজপুর ইউনিয়ন যুবলীগের সদস্য। আজ নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় ভূজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন, হারুন ইট ভাটায় মাটি সরবরাহ করত। শনিবার রাত আড়াইটার দিকে মিরের খিল আমতলী থেকে ট্রাক্টরে মাটি তোলার সময় হারুন সেখানে দাঁড়ানো ছিল। তখন একদল সন্ত্রাসী হারুনকে গুলি করে পালিয়ে যায়। রাতে ভূজপুর থানার ওসি (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যান। পরে রবিবার হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়দের ধারণা, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এঘটনা ঘটতে পারে।
এব্যাপারে নিহতের ভাই ইউসুফ প্রকাশ ইউনুছ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।
বিডি প্রতিদিন/এ মজুমদার