চট্টগ্রামে মাদক উদ্ধারসহ নানাবিধ নাশকতা ঠেকাতে বিশেষ অভিযান রবিবার থেকে শুরু করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। পাশাপাশি রেলওয়ে স্টেশনে আগত যাত্রীদের নিরাপত্তার কারণে ড্রাগ এন্ড এক্সপ্লোসিভ ডিটেক্টর যন্ত্রের মাধ্যমে বিশেষ চেকিং অভিযান ও ব্যাপক তল্লাশি করা হচ্ছে।
এদিকে, আগামীকাল সোমবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রেন চলাচলসহ রেলওয়ে এলাকায় অবৈধ ব্যবসা, মাদক উদ্ধার ও বিশেষ নিরাপত্তায় রেলওয়ে পুলিশ নিয়োজিত থাকবে বলেও জানান চট্টগ্রামের জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রেল অঙ্গনে নাশকতা রোধে দীর্ঘদিন ধরেই ধারাবাহিকতায় কাজ করে আসছি। এবারও আইন শৃংখলা ও নিরাপত্তা জোরদার করতে রেলওয়ে পুলিশ কাজ করছে। এতে রেলওয়ে এলাকায় নিরাপত্তার বলয়ে রাখতে চেকিং ও নজরদারি জোরদার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে যাত্রী ও সাধারণের চেকিং এবং নিরাপত্তার জন্য জিআরপি পুলিশ মাঠে কাজ করছেন। এতে জিআরপি ওসি এসএম শহিদুল ইসলামের নেতৃত্বে বিশেষ যন্ত্রের মাধ্যমে যাত্রীদের চেকিং করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন এসআই মীর সাব্বির আলী, এসআই সমর বড়ুয়া, এএসআই মিলন কান্তি দাশ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন দায়িত্বশীলরা।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে। এর আগে রেলওয়ে পুলিশ সুপার হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা এডিশনাল এসআরপি শেখ শরিফুল ইসলাম এ নির্দেশনা দেন। তিনি বলেন, ডিআইজির নির্দেশনায় এ কার্যক্রম শুরু করতে নির্দেশনা দেয়া হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/মাহবুব