চট্টগ্রামের হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম রব্বানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যূারো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। তিনি হত্যা মামলার অন্যতম আসামি। সরকারহাট এলাকা থেকে রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। এ নিয়ে তার অনুসারীরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেছে।
এস এম রব্বানের আটকের খবরটি ছড়িয়ে পড়লে তার অনুসারীরা প্রায় এক ঘণ্টা সরকারহাট বাজার এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক ব্যারিকেড দিয়ে রাখে। এ সময় তার অনুসারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষুদ্ধ অবরোধকারীরা আসামির মুক্তির দাবি জানিয়ে মিছিল করতে থাকে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, হত্যা মামলার আসামি হিসাবে রব্বানকে আটক করেছে পিবিআই'রএকটি দল। এ সংবাদ ছড়িয়ে পড়লে তার অনুসারীরা মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমি আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়ককের প্রতিবন্ধকতা দূর করে চলাচল স্বাভাবিক করি।
বিডি প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ