চট্টগ্রামে ট্রাকচাপায় রফিকুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সীতাকুণ্ড উপজেলার আনোয়ার জুট মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই এলাকার আবুল বশরের ছেলে।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, আনোয়ার জুট মিলের সামনে দোকানে চা খেতে যাওয়ার পথে ট্রাক চাপায় মারাত্মকভাবে আহত হন রফিকুল।পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার