চট্টগ্রাম নগরীতে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বায়েজিদ থানার বালুছড়ার নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাউজানের হলুদিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. নান্টু (২৮), ফটিকছড়ির আজাদীয়া পাড়ার মো. বাবুলের ছেলে মো. রাকিব (২২) ও মো. জাশেদ (৩০)।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসাই মো. আলাউদ্দিন তালুকদার জানান, নতুনবাজার এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নান্টু ও রাকিব নামে ২ যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে জাশেদ নামে আরেকজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন