চট্টগ্রামে রেললাইনের ওপর ইঞ্জিনচালিত যান (ভটভটি) আটকে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম জসীম উদ্দিন, বয়স ৩৭ বছর। এ ঘটনায় আহত হয়েছেন ভটভটি চালক মো. শাহেদ হোসেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পটিয়া পৌরসভা সংলগ্ন রেলবিটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, পটিয়ায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ভটভটির মালিক জসীম ও চালক শাহেদকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জসীমকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘ট্রেন আসার আগে ভটভটি গাড়িটি পার হতে গিয়ে রেললাইনের ওপর আটকে যায়। এসময় দোহাজারি থেকে চট্টগ্রামমূখী লোকাল ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে শাহেদের চিকিৎসাসেবা চলছে বলেও জানান তিনি।
নিহত জসীম উদ্দিন পটিয়া উপজেলার দক্ষিণ গোবিন্দখিল এলাকার আবু তাহেরের ছেলে।
বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/ওয়াসিফ