চট্টগ্রামে নগরী ও জেলায় সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। আজ ও গত সোমবার বায়েজিদ বালুছড়া, পটিয়া ও অক্সিজেন তামান্না আবাসাকি এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানান পুলিশ ও স্থানীয় লোকজন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসাই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, বালুছড়া নতুন বাজার এলাকায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। তারা হল- রাউজানের হলুদিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. নান্টু (২৮), ফটিকছড়ির আজাদীয়া পাড়ার মো. বাবুলের ছেলে মো. রাকিব (২২) ও মো. জাশেদ (৩০)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সামশুল আলম বলেন, হাটহাজারীগামী সিএনজি অটোরিকশার সাথে বিপরীতমুখী একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো ২ জন গুরুত্বর আহত হয়েছেন।
চমেকের এএসআই আলাউদ্দিন আরো বলেন, আজ সকালে পটিয়া পৌরসভাস্থ রেল বিটের পাশে রেললাইনের ওপর ইঞ্জিন চালিত যান (ভটভটি) আটকে গিয়ে ট্রেনের ধাক্কায় জসীম উদ্দিন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জসীম উদ্দিন পটিয়া উপজেলার দক্ষিণ গোবিন্দখিল এলাকার আবু তাহেরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ভটভটি চালক মো. শাহেদ হোসেন। হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে শাহেদের চিকিৎসাসেবা চলছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বায়েজিদ মোস্তামি থানার অক্সিজেন-কুয়াইশ সড়কের তামান্না আবাসিক এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে। হাত-পা বাঁধা অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট ও টি-শার্ট। তবে মরদেহের এখনো পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার