চট্টগ্রামে নগরীতে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বায়েজীদ থানাধীন তামান্না আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বায়েজীদ থানার ওসি মোহাম্মদ আবুল কালাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার হাত পেছন দিক থেকে এবং পা রশি দিয়ে বাঁধা ছিল। পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে।
তিনি বলেন, ওই ব্যক্তিকে হত্যার পর লাশ ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বিষয়টা তদন্ত করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/মাহবুব