চট্টগ্রামে যুবলীগ কর্মী মহিউদ্দিন খুনের মামলায় তানভীর হোসেন বাপ্পী ও মো. মুছা নামে দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মাসুদ পারভেজ শুনানি শেষে এ আদেশ দেন।
এছাড়া পুলিশ দুই আসামির ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত আগামি ২৯ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।
কারাগারে পাঠানো বাপ্পী মামলার অন্যতম আসামি হাজী ইকবালের জামাতা ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ১ নাম্বার নেভী গেইট এলাকার নিজাম উদ্দিনের ছেলে এবং মুছা হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের কর্মচারী।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘মহিউদ্দিন হত্যা মামলার দুই আসামিকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠালে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। পুলিশ রিমান্ড আবেদন করলে তা ২৯ মার্চ শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত।’
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/মাহবুব