সুবিধা বঞ্চিতের সংখ্যা কমানোই হউক স্বাধীনতা দিবসের প্রত্যাশা। মঙ্গলবার চট্টগ্রামের এক চিকিৎসা সেবা অনুষ্ঠানের আলোচনায় বক্তারা একথা বলেন। একই সঙ্গে সুবিধা বঞ্চিতের সেবায় সকল সেচ্ছাসেবী সংগঠনসহ সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার প্রায় চার শতাধিক সুবিধা বঞ্চিতদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থা।
সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্পে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি সার্জন টিম প্রায় দেড় শতাধিক খতনাসহ মেডিসিন ও হৃদরোগে, চর্মরোগ, স্ত্রীরোগ ও শিশু, দন্ত রোগীদের সেবা প্রদান করেন সহযোগী অধ্যাপক (ডার্মাটোলজি) ডা. আবুল কাশেম চৌধুরী, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ওসমান গণি, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মিছবাহ উদ্দিন, ডা. মোহাম্মদ সোহেল রানা, ডা. মোহাম্মদ ইলিয়াস, মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিনার ডা. রওনক জাহান, ডা. শামীমা সুলতানা, ডা. মুক্তা চৌধুরী, ডা. নাদিয়া চৌধুরী ও রেড ক্রিসেন্টের আশরাফ উদ্দিন সুজনের এক দল চিকিৎসা সেবক।
চাকতাই মোহছেনা হাশেম প্রি-ক্যাডেট হাইস্কুল প্রাঙ্গণে জসিম উদ্দিন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পের উদ্ভোধন ঘোষণা করেন সহকারী অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী, হার্ড ফাউন্ডেশনের ফেনী বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, ফেরদৌস ওয়াহিদ, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ মুজিব সিকদার, কবির উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/মাহবুব