দুর্নীতি মামলায় চট্টগ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) স্টোর কিপার মোহাম্মদ নূরুল্লাহ কবিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত মহানগর হাকিম ফারুক আহমদের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা দায়েরের পর থেকে তিনি অনেক দিন পলাতক ছিলেন।
দুদক পিপি অ্যাডভোকেট আবদুল হান্নান বলেন, ‘পিডিবির স্টোর কিপার নুরুল্লাহ কবির ৩১ লাখ ৯৯ হাজার ২৬৯ টাকার দুর্নীতি করেছেন। এ দুর্নীতি মামলায় তিনি কিছু দিন পলাতক থাকার পর হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। হাইকোর্টের জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পন করলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি বলেন, চলতি বছরের ৩১ জানুয়ারি পিডিবি’র আরবান প্রকল্পের দুর্নীতির দায়ে স্টোর কিপার মোহাম্মদ নুরুল্লাহ কবিরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক অজয় কুমার সাহা বাদী হয়ে নগরীর ডবলমুরিং থানায় এ মামলা দায়ের করেন।
কুমিল্লার হোমনা এলাকার আবদুল বাতেনের ছেলে নুরুল্লাহ কবিরের বিরুদ্ধে এজাহারে দুদক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৮/এনায়েত করিম