চট্টগ্রামের বাশঁখালী উপজেলায় ট্রাক চাপায় পঞ্চম শ্রেণির ছাত্রী মিশাতুন রশিদ (০৬) নামে এক শিশু নিহত হয়েছেন। নিহত রশীদ একই এলাকার প্রবাসী রশিদ আহমদের মেয়ে। সে কদমরসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। আজ উপজেলার খানখানাবাদের কদমরসুল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন হীরা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো বলেন, বাড়ি থেকে বেরিয়েই দোকানে যাচ্ছিলো শিশু মিশাতুন। পথিমধ্যে বাড়ির পাশের রাস্তায় একটি মিনি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার