চট্টগ্রামের পটিয়ায় মোজাফফরবাদ এলাকায় বিজিসি ট্রাস্ট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের তানিজনা আক্তার (১৬) নামের এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
তানিজনা মোজাফফরবাদ এলাকার বাসিন্দা শহর মুলুকের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আশঙ্কাজনক অবস্থায় তানজিলাকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/ফারজানা