চট্টগ্রামে এক যুবককে এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মৌমিতা দত্ত এ্যানি ও তার স্বামী সুমিত দাশকে এক বছর পর গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাতে ঢাকার বাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের এডিসি মো. কামরুজ্জামান।
প্রসঙ্গত, গত বছরের ১০ ফেব্রুয়ারি নগরীর কোতোয়ালি থানার রহমতগঞ্জের গুডস হিলের পাশে তমাল চন্দ্র দে (২৫) নামে এক যুবকের ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার পর ২৩ ফেব্রুয়ারি তমালের বাবা বাবুল চন্দ্র দে বাদি হয়ে এ্যানি ও তার স্বামী সুমিত দাশ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
তমালের পরিবার সূত্রে জানা গেছে, তমালের সঙ্গে এ্যানির প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে প্রতারণার শিকার হয়ে ক্ষুব্ধ প্রেমিক তমাল তার প্রেমিকা মৌমিতা দত্ত এ্যানিকে চড় দেয়। এতে এ্যানি আরো প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে। গত বছরের ১০ ফেব্রুয়ারি লোক দিয়ে এসিড ছুঁড়ে তমালের মুখমণ্ডল ও চোখ নষ্ট করে ওই চড়ের প্রতিশোধ নেয় এ্যানি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন