দোহাজারী-রামু-কক্সবাজার ও ঘুমধুম রেললাইন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার সদরের প্রায় ২২০.৫৯৮৫ একর ভূমি অধিগ্রহণ করে রেলওয়েকে হস্তান্তর করেছে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসন।
শনিবার রেলওয়ের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী আমজাদ হোসেন ও চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াছ হোসেনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময় হয়েছে বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রামের সার্কিট হাউজে।
এ প্রকল্পের অগ্রগতি দেখতে রবিবার সকালেই চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মো. আমজাদ হোসেন ও প্রকল্প পরিচালক (পিডি) মো. মফিজুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা। এসময় রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কিভাবে ভূমি অধিগ্রহণ করা যায় সে বিষয়সহ নানাবিধ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
এর আগে এ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবয়ন করতে রেলপথ মন্ত্রী মুজিবুল হক ও রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেনসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা একাধিকবার পরির্দশন-বৈঠকও করেছেন।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৮/আরাফাত