চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে অভিনব কায়দায় স্বর্ণের বার আনার সময় এক যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস। এসময় তার কাছ থেকে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে ইয়াবাসহ আরেক যাত্রীকে গ্রেফতার করা হয়। আজ পৃথক এ দুটি অভিযান চালানো হয়।
চট্টগ্রাম শাহ আমান আন্তর্জাতিক বিমান বন্দরের স্টেশন ম্যানেজার সরওয়ার ই জাহান বলেন, দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে স্বপন চন্দ্র দে নামে এক যাত্রী চট্টগ্রাম আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে কাস্টমস। পরে একটি হেয়ার ডায়ার, ফ্লোর ক্লিনার মেশিন ও ড্রিল মেশিন থেকে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি জানান, সকালে অপর একটি অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ ওমর ফারুক নামে বিমানের আরেকজন যাত্রীকে গ্রেফতার করা হয়। ফারুক ইউএস বাংলা’র একটি ফ্লাইটে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানে উঠার আগেই তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার