চট্টগ্রামে অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম আবদুল গফুর, বয়স ৩৮ বছর। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফটিকছড়ির ভুজপুর থানার হোসইন্নারখিল এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলো।’
ওসি আরও বলেন, ‘আটক গফুর ইয়াবা ব্যবসা করার জন্য ভুজপুরে জায়গা কিনে বাড়ি নির্মাণ করে বসতি গড়েছে। তার নিজ বাড়ি কক্সবাজারের ঈদগাঁওয়ে। সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজার থেকে এসব ইয়াবা এনে ভুজপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে সে।’
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আটক গফুর একই এলাকার সৈয়দ আহমদের ছেলে।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ