চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে এক অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় বিস্তারিত না জানা গেলেও নারীর বয়স আনুমানিক ২৮ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার সকালে হালিশহরের ছোটপুলের ইসলাম মিয়ার ইঁটের ভাটা এলাকায় মৃতদেহটি উদ্ধার করে বলে জানান ওসি মাহফুজুর রহমান।
তিনি বলেন, ইসলাম মিয়ার ব্রিক ফিল্ড সংলগ্ন বস্তির লাগোয়া একটি নালা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশ শনাক্ত করার চেষ্টা চলছে এবং ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন