চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে ক্যান্সার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নগরীর একটি হোটেলে হাসপাতালের আজীবন সদস্য সাফিনাজ আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে ক্যান্সার ও পুষ্টিবিষয়ক বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান ও নিউট্রিশনিস্ট হাফসা ইয়াসমিন।
বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি ডা. আঞ্জুমান আরা ইসলাম, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা. মো. আরিফুল আমীন, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. কামরুন নাহার দস্তগীর। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন ও ছালেহ আহাম্মদ চৌধুরী, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য প্রকৌশলী মো. জাবেদ আবছার চৌধুরী, খায়েজ আহমেদ ভূঁইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/০২ মার্চ ২০১৮/আরাফাত