পূর্ব বিরোধের জের ধরে নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত ওই যুবকের নাম সাইফুল আলম রাকিব। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মনির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব কুমিল্লা চৌদ্দগ্রামের শাহ আলম সওদাগরের ছেলে। তারা বাকলিয়ায় বসবাস করতো। নিহত ওই যুবক স্থানীয় একটি দোকানে দর্জির কাজ করতো।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জের এ খুনের ঘটনা ঘটেছে। কিলিং মিশনে অংশগ্রহণকারীরা এক সময় নিহতের সহপাঠি ছিল। নিহত রাকিবের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
রাকিবের বড় ভাই শহিদুল আলম জুয়েল বলেন, রাতে রাকিব পাড়ার মুদির দোকানে কেনাকাটা করতে যায়। এ সময় চার জন যুবক তাকে ঘিরে ধরে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার