সালাম দিয়ে ছিনতাই করা চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো ইদ্রিস, বদি আলম, আবদুল হামিদ, বাইতুল মামুন এবং জামাল হোসেন। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা নগদ ৩৯ হাজার ৫শ’ টাকা, মোবাইল এবং ছিনতাইর কাছে ব্যবহার করা তিনটি রিক্সা জব্দ করা হয়। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নগরীর সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, এ চক্রের সদস্যরা সালাম দিয়ে ছিনতাই করে বলে তাদের 'সালাম পার্টি' বলে অবহিত করা হয়। তারা রিক্সা নিয়ে নগরীতে ঘুরে বেড়ায়। টাগের্ট পেলেই সালাম দিয়ে ছিনতাই করে। একটি ছিনতাই মামলা তদন্ত করতে গিয়ে এ চক্রের সন্ধান মেলে। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার