চট্টগ্রামে নকল ইলেকট্রনিক্স পণ্যের কারখানার সন্ধান পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ। সেখান থেকে নকল ওয়ালটন ও মার্সেল পণ্য উদ্ধারের পাশাপাশি চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- আশরাফুল ইসলাম বাবু, মো. আরিফ, মহিন উদ্দিন ও আবুল খায়ের। অভিযানে ৬৬ পিস নকল ওয়ালটন ভোল্টেজ স্ট্যাবিলাইজার ও ১২টি নকল মার্সেল অটোমেটিক ভোল্টেজ স্ট্যাবিলাইজার উদ্ধার করা হয়। সোমবার রাতে হালিশহর থানাধীন আবাসিক এলাকায় নুরজাহান ভিলা নামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবীর বলেন, ওই বাড়িটিতে ওয়ালটন, মার্সেলসহ বিভিন্ন ব্রান্ডের নকল ভোল্টেজ স্ট্যাবিলাইজার, নকল আইপিএস তৈরি করে আসল বলে বাজারে বিক্রি করে আসছিল গ্রেফতারকৃতরা। নকল পণ্যগুলো অত্যন্ত নিম্নমানের। আসল ওয়ালটন পণ্যের থেকে অনেক কম দামে এ সকল পণ্য বাজারজাত করা হয়। এ সকল নিম্নমানের নকল ইলেক্ট্রনিক সামগ্রী ব্যবহারে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশংকা ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার