চট্টগ্রাম নগরের রেল স্টেশনের ফুট ওভার ব্রিজের উপর থেকে কুড়ালের ভেতর বিশেষ কায়দায় বিক্রি করতে নেওয়ার সময় ৭৬৫ পিস ইয়াবাসহ মো. ইয়াকুব (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গত সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ইয়াকুব পটুয়াখালী জেলার পটুয়াখালী সদরের কলাগাছিয়া এলাকার মৃত সোবাহান ফকিরের ছেলে। বর্তমানে নারাগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী কলেজপাড়া মোরসালিনের বাসায় ভাড়া থাকেন।
রেলওয়ে থানার ওসি এসএম শহীদুল ইসলাম বলেন, ‘স্টেশনের ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মের উপর ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে একটি কুড়াল নিয়ে দাঁড়িয়ে ছিল ইয়াকুব। তার আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালানো হয়। পরে কুড়ালের ভেতর ৭৬৫ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার